মেজর লীগ সকারে লিওনেল মেসি পেনাল্টি মিসের ম্যাচে শার্লটের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে ইন্টার মায়ামি। ৩২ মিনিটে ২০তম গোলের সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। পেনাল্টি বক্সে তিনি ফাউলের শিকার হলে ভার রিভিউর পর স্পট কিকের রায় দেন রেফারি। বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে দুই গোল করা মেসি খুব আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু শার্লট গোলকিপার বুদ্ধিদীপ্ত ভঙ্গিমায় জায়গায় দাঁড়িয়েই আটবারের ব্যালন ডি’অর জয়ীকে রুখে দিয়েছেন। অথচ সর্বশেষ তিন পেনাল্টিতেই তিনি সফল হয়েছিলেন। আর সর্বশেষ পেনাল্টি মিসের ঘটনা ঘটে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচে। এই মিসের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে মায়ামি। ৩৪, ৪৭ ও ৮৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ইদান তোকলোমাতি। শেষ গোলটি ছিল পেনাল্টি থেকে। শেষ দিকে আরও বিপদ বাড়ে মায়ামির। ৭৯ মিনিটে দশ জনের দলে পরিণত হয় তারা। দ্বিতীয়...