জুলাই সনদের অধিকাংশ প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানোর পর এতে স্বাক্ষরের জন্য প্রস্তুত বলে জানিয়েছে বিএনপি। তবে দলটি সংস্কার, বিচার ও নির্বাচনকে পরস্পরের সঙ্গে শর্তযুক্ত না করে ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়েছে। অন্যথায় আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে দলটি আশঙ্কা প্রকাশ করেছে। তবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতের পথে যে অগ্রগতি অর্জন করেছে তা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন; ‘জাতির নবজন্মের মহোৎসব’: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির নির্বাচনে অনিশ্চয়তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে: বিএনপি সনদ বাস্তবায়নের জন্য প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার বা গণভোট: জামায়াত গণপরিষদ নির্বাচনে নতুন সংবিধান সংস্কার বাস্তবায়নের টেকসই উপায়: এনসিপি মৌলিক সংস্কার ছাড়া ‘যেনতেন’ নির্বাচন করে পুরোনো ধারায়...