ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আগামী বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি অনেকটাই নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। ৩৩ বছর বয়সী তারকা ফরোয়ার্ড রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাম্প্রতিক বিশ্বকাপ বাছাইপর্বের দলে ছিলেন না। চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুটি ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াড থেকে নেইমারকে বাদ দেন আনচেলত্তি। ইতালিয়ান কোচ তখন জানিয়েছিলেন, পায়ের পেশির হালকা চোটের কারণে নেইমারকে রাখা হয়নি। তবে পরে নেইমার দাবি করেছিলেন, তাকে বাদ দেয়া হয় টেকনিক্যাল কারণে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি আর গায়ে চড়াতে পারেননি নেইমার। হাঁটুর লিগামেন্টের গুরুতর চোটে পড়ার পর থেকেই বারবার তার জাতীয় দলে ফেরার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গত শুক্রবার সংবাদ মাধ্যম ইএসপিএন ব্রাজিলকে আনচেলত্তি বলেন, ‘নেইমার কীভাবে খেলে সেটা আমরা দেখতে যাচ্ছি না। তার...