ঢাকা:দুই দিনের ব্যবধানে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় নতুন করে আলোচনায় এনেছে ছাত্ররাজনীতির গতিপথ। দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শিবিরের সংখ্যাগরিষ্ঠতা অর্জন তাদের সাংগঠনিক শক্তি এবং শিক্ষার্থীদের মাঝে তাদের গ্রহণযোগ্যতাকে স্পষ্ট করে তুলেছে।এই বিজয়ে শিবিরের পাশাপাশি তাদের অভিভাবক সংগঠন জামায়াতে ইসলামীর মধ্যেও চাঙ্গাভাব দেখা গেছে। নির্বাচনে জাকসুতে ভিপি পদ ছাড়া বাকি ২৪টি পদের মধ্যে ২০টিতেই শিবির জয়ী হয়েছে। এতে ওই ক্যাম্পাসের রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে এসেছে তারা। এর আগে ডাকসুতেও ভিপি, জিএস, এজিএসসহ ২৩টি পদে জয় পেয়েছে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র প্রার্থীরা। এই ধারাবাহিক সাফল্য দীর্ঘদিন ধরে রাজনীতিতে কোণঠাসা থাকা জামায়াতে ইসলামীকে বড় আশা দেখাচ্ছে। জামায়াত নেতারা এই বিজয়কে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং সুস্থ ধারার ছাত্ররাজনীতির সূচনা...