ভারত-পাকিস্তান মানেই ক্রিকেটপ্রেমীদের বাড়তি উত্তেজনা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মাঠের লড়াইতে সেই তীব্রতা যেন মিলিয়ে গেছে।এবারও তার ব্যতিক্রম হয়নি ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। দুবাইয়ে টস জিতে ব্যাট হাতে নেমেই বিপর্যয়ে পড়ে বাবরবিহীন পাকিস্তান। ইনিংসের প্রথম বৈধ বলেই সাইম আয়ুবকে হারিয়ে বসে দলটি। হার্দিক পান্ডিয়ার শর্ট লেংথের ডেলিভারিতে ব্যাট ঘোরাতে গিয়ে টাইমিং মেলাতে পারেননি তিনি, ফলাফল পয়েন্টে দাঁড়ানো বুমরাহর হাতে সহজ ক্যাচ। পাওয়ারপ্লে পেরোনোর আগেই আরও একটি ধাক্কা। এবার শিকার মোহাম্মদ হারিস। বুমরাহর পেস ও সুইংয়ের সামনে টিকতে না পেরে মাত্র ৫ বলে করেন ৩ রান। দ্বিতীয় ওভারের শেষেই স্কোরকার্ডে পাকিস্তান ৬ রান তুলে হারায় ২ উইকেট। সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন শাহিবজাদা ফারহান ও ফখর জামান। তবে ফখর বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫ বলে ১৩ রানের পর...