শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামার আগে নিজেদের সুবিধাজনক জায়গায় দেখছিলেন বাংলাদেশ খেলোয়াড়রা, জয় নিয়ে সুপার ফোরে এক পা দেয়ার দিকে নজর ছিল তাদের। কিন্তু দ্বৈরথ পরিণত হলো একপেশে লড়াইয়ে। সামান্য লড়াইও জমাতে পারেনি । তবে এখনই আশা না হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে আসার কথা বলেছেন জাকের আলি। গতকাল শনিবার রাতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে উড়িয়ে দেয় শ্রীলঙ্কা। লিটন দাসদের ১৩৯ রান তুলে নেয় ৩২ বল আগে। এমন বড় হারে সুপার ফোরের পথে এখন বড় প্রশ্ন। গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে কেবল জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকেও। তবে জটিল সমীকরণে পড়েও আশা হারাতে রাজি নন জাকের। দলের চরম বিপর্যয়ে ৩৪ বলে ৪১ করা জাকের গণমাধ্যমে হাজির হয়ে জানান মানসিকতায় কোনো হেরফের হচ্ছে না তাদের, ‘আশা ছাড়ার কোনো...