কিছুক্ষণ গুঁড়িগুঁড়ি তো মাঝেমধ্যে ঝুম বৃষ্টি; ট্রেন্ট ব্রিজে এমন রূপ দেখাল প্রকৃতি। তাতে ভেস্তে গেল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সিরিজ নির্ধারণী ম্যাচ। নটিংহ্যামে রোববার দুই দলের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর আড়াইটায়। কিন্তু বৃষ্টির বাধায় এদিন টস করাই সম্ভব হয়নি। অনেকটা সময় অপেক্ষায় পর বিকাল সোয়া চারটার একটু পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালস। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও হানা দিয়েছিল বৃষ্টি। সেদিন ডাকওয়ার্ট লুইস স্টার্ন পদ্ধতিতে ১৪ রানে জিতে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সমতায় ফেরানোর লড়াইয়ে নেমে ম্যানচেস্টারে দ্বিতীয় ম্যাচে খুনে ব্যাটিং উপহার দেয় ইংল্যান্ড। ফিল সল্টের ক্যারিয়ার সেরা ইনিংসে...