নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের স্থিতিশীলতা তহবিল (ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড—সিএমএসএফ)-এর কার্যকারিতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন প্রস্তাব করেছে, সিএমএসএফ-কে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে গড়ে তুলতে নতুন আইন প্রণয়ন করা হবে এবং এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে। মূল লক্ষ্য হলো বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষা ও তহবিল পরিচালনায় স্বচ্ছতা আনা। গত বছর রাজনৈতিক পরিবর্তনের পর দায়িত্ব পাওয়া নতুন কমিশন সিএমএসএফ-এর কার্যক্রমে নানা অনিয়ম চিহ্নিত করে। দেখা যায়, আগের বোর্ডের পরিচালন ব্যয় ছিল অস্বাভাবিকভাবে বেশি; তারা মাসে প্রায় ১০টি সভা করত এবং প্রতিটি সভার জন্য সদস্যরা ৮ হাজার টাকা করে সম্মানী নিতেন। এসব কারণেই কমিশন মনে করছে, তহবিলের আইনি ভিত্তি শক্ত করতে ও কার্যক্রম সুশৃঙ্খল রাখতে নতুন আইন প্রয়োজন। বর্তমানে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিএসইসি’র মুখপাত্র...