শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা শাখা নদী ও উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজারে সয়লাব হয়েছে। এসব ড্রেজার দিয়ে দিনরাত সমানতালে নদী ও কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির প্রভাব খাটিয়ে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একাধিক চক্র। দীর্ঘদিন ধরে এ অপকর্মের প্রতিবাদ করলেও বালু উত্তোলন ঠেকানো যাচ্ছে না। তাই অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অভিযান দাবি করেছে স্থানীয় বাসিন্দারা।খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার সখিপুর, তারাবুনিয়া, আরশিনগর, চরসেনসাস, রামভদ্রপুর, চরভাগা সহ বেশ কয়েকটি ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। আরশীনগর ইউনিয়নের চর ফিলিজ বাজারের পাশে পদ্মা শাখা নদীতে বালুমহালের ইজারা না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় অসাধু সদস্যদের মাসোয়ারা...