নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল হকের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানো ও অবৈধ সম্পর্কে জড়াতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। তার পাঠানো মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।ভাইরাল হওয়া এক স্ক্রিনশটে দেখা যায়, অধ্যক্ষ শামসুল হক এক শিক্ষার্থীকে বলেন— “আছে আছে, ওড়না ছাড়া।” উত্তরে শিক্ষার্থী বারবার না ও দুঃখ প্রকাশ করলেও অধ্যক্ষ জোর দিয়ে ছবি চাইতে থাকেন।অন্য এক স্ক্রিনশটে দেখা যায়, শিক্ষার্থীকে বিয়ের সাজে দেখতে চাওয়ার দাবি জানান তিনি। উত্তরে ছাত্রী ব্যস্ততার কথা জানালে অধ্যক্ষ আক্ষেপ করে লেখেন— “আমি তোমার বিউটি থেকে বঞ্চিত হলাম।”কলেজের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, অধ্যক্ষ প্রায়ই তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব দিতেন। অনেক সময় টিসি দেওয়ার ভয় দেখিয়ে চাপও সৃষ্টি করতেন তিনি।অভিযোগ রয়েছে, শামসুল হক এর আগেও এমসি কলেজে অধ্যক্ষ থাকা অবস্থায়...