রাজবাড়ীর দুই বোন ডা. সিলমা সারিকা শশী ও ডা. সিলমা সুবাহ আরশি একসঙ্গে ৪৮তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী মোল্লা ও মা কলেজশিক্ষক মালেকা আক্তার শিখা জানান, ছোটবেলা থেকেই দুই মেয়ে পড়াশোনায় মেধাবী ছিলেন এবং চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন। এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী আনন্দিত। শশী এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ লাভের পর ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। আরশি ভর্তি হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ২০২২ সালে তারা এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন এবং...