বাবা-মা’র কবরে চিরনিদ্রায় শায়িত হলেন লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। আজ রাত ৮ টা ৪৫ মিনিটে কুষ্টিয়ার পৌর কবরস্থানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন প্রয়াতের স্বামী গাজী আব্দুল হাকিম। এর আগে, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ দুপুরে ফরিদা পারভীনের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় কুষ্টিয়ায়। বলা দরকার, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। জীবনের শেষ দিনগুলোতে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস নিতে হতো তাকে। শেষবারের মতো ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর আইসিইউতে নেওয়া হয় তাকে। অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। সব চেষ্টা ব্যর্থ...