পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকাল থেকেই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলেও কোনও সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বিছানায় মা সোনিয়া ও তার মেয়ের মরদেহ দেখা যায়। এ ছাড়াও পাশেই ঘরের আড়ার সঙ্গে রুবেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার...