১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম তৎকালীন কুমিল্লা পৌরসভার সাবেক কমিশনার আব্দুল কুদ্দুস ভূইয়ার তৃতীয় পুত্র জামশেদ ভূইয়ার লাশ নিখোঁজের একদিন পর উদ্ধার করেছে পুলিশ। নিহত জামশেদ ভূইয়া (৩৫) কুমিল্লা নগরীর ৩ নং ওয়ার্ড কালিয়াজুরী ভূইয়া বাড়ির বাসিন্দা। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আদর্শ সদর উপজেলার পালপাড়া রেল ক্রসিং থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে সড়কের পূর্ব পাশে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তারা পুলিশকে জানালে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসা থেকে বের হয়েছিলেন জামশেদ ভূইয়া। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত...