আয়কর আইনজীবীদের উদ্দেশে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, করদাতাদের সঠিকভাবে সহযোগিতা করেন, তাহলে করদাতারা হয়রানি থেকে মুক্তি পাবেন এবং সরকারও উপকৃত হবে। একইসঙ্গে করদাতার তথ্য গোপন করে সরকারকে অন্ধকারে না রাখারও আহ্বান জানান তিনি। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। সালেহউদ্দিন আহমেদ বলেন, আপনারা লইয়ার, সরকারকে অন্ধকারে রাখবেন না, করদাতাকে সহায়তা করুন। করদাতাকে নানাভাবে ঘুরিয়ে অনেকদিন পরে টেবিলের নিচে দিয়ে টাকা-পয়সা নিয়ে যাওয়ার চেয়ে যদি আপনি যথাযথভাবে সেবা দেন, তখন কিন্তু খুব কঠিন হয় না। লোকজন তখন মাইন্ড করবে না। এই জিনিসটা একটু লক্ষ্য করবেন। অর্থ উপদেষ্টা বলেন, আমরা বলছি না, আপনারা...