সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুনের আকস্মিক বদলি আদেশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সমাবেশে অংশগ্রহণকারীরা “ইউএনও স্যারের বদলি, মানি না মানবো না”, “আর কোন দাবি নাই, রনী খাতুনকে ফেরত চাই”, “শ্যামনগরের মানুষের দাবি মানতে হবে”, “তুমি কে আমি কে—রনী খাতুন, রনী খাতুন” স্লোগানে মুখর করে তোলেন উপজেলা চত্বর।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান হাফিজ এবং সভাপতিত্ব করেন শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ বিধুশ্রবা কুমার মন্ডল (তপন)।মানববন্ধনে বক্তব্য দেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর সামিউল মনির, ভূরলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন...