রাজধানীর শাহবাগ থানার একটি নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৭০ জনকে থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আব্যাহতির আদেশ দেন।অব্যাহতি পাওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভী, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ফজলুল হক মিলন, হাবীব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, শওকত মাহমুদ প্রমুখ।মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘আসামিদের বিরুদ্ধে নাশকতার প্রমাণ পায়নি পুলিশ। তাই ৭০ জনকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করে পুলিশ। রোববার আদালত সেই প্রতিবেদন আমলে গ্রহণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ ৭০ জনকে অব্যাহতি দিয়েছেন।’মামলার বিবরণী থেকে...