যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। তবে পশ্চিমা সামরিক জোট নেটোর দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করলেই কেবল তিনি তা করবেন। ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, নেটো দেশগুলো একবার এ বিষয়ে রাজি হয়ে গেলে এবং পদক্ষেপ নিলে তিনি রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত রয়েছেন। ট্রাম্প বারবারই মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে এসেছেন। তবে ক্রেমলিন তার নির্ধারণ করে দেওয়া সময়সীমা ও নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেছে। তারপরও ট্রাম্প এতদিন কোনও পদক্ষেপ নিতে পারেননি। রুশ তেল কেনাকে তিনি ‘অত্যন্ত মর্মন্তুদ’ বলে বর্ণনা করেছেন এবং নেটোকে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। কারণ তার মতে, এতে রাশিয়ার ওপর চীনের ‘শক্ত নিয়ন্ত্রণ’ দুর্বল হবে। নেটো সদস্য দেশগুলোর উদ্দেশে লেখা...