তিন ধাপে আবেদন করেও পছন্দের কলেজ না পেয়ে ভর্তির বাইরে থাকা শিক্ষার্থীদের শেষবারের মতো আবেদন করে ভর্তির জন্য কলেজ নির্বাচনের সুযোগ দেওয়া হবে। তবে কবে, কীভাবে আবেদন নেওয়া হবে; তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন একাদশে ভর্তি কমিটির দায়িত্বে থাকা কর্মকর্তারা। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে রোববার (১৪ সেপ্টেম্বর)। সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশের সব কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। তবে তিন ধাপে আবেদন করেও পছন্দের কলেজ না পাওয়া শিক্ষার্থীরা এখনো ভর্তির বাইরে। নবীন শিক্ষার্থীদের নিয়ে শুরু হতে যাওয়া ক্লাসেও তারা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। কীভাবে ভর্তি হবে; কোন কলেজে সুযোগ কবে মিলবে; তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। এ বিষয়ে জানতে চাইল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ...