ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, আগামী দিনের সংবিধান ও সংস্কার জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই গঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) পুরান ঢাকার চকবাজার থানার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাইফুল ইসলাম। আ ন ম সাইফুল ইসলাম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশন প্রস্তাবিত সংস্কারগুলো বিএনপি ঘোষিত সংস্কারের বাইরে নয়। বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। সাইফুল ইসলাম আরও বলেন, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রকে বিপৎগামী করার জন্য দেশ-বিদেশ থেকে নানা ষড়যন্ত্র চলছে। পলাতক স্বৈরাচার...