নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রীন বিডির শ্রমিক সাইফুল ইসলাম বাবু (২৫) আত্মগোপনে থেকে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন, এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম জানান, গত ২ সেপ্টেম্বর শ্রমিক অসন্তোষের ঘটনায় সাইফুল সরাসরি প্ররোচনা দিয়েছেন। এরপর তিনি এভারগ্রীন ফ্যাক্টরিতে চাঁদা আদায় এবং দেশের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এবং নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ সেপ্টেম্বর সাইফুল নিখোঁজ হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। এ সময়ে তিনি বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে চাঁদা দাবি চালিয়েছিলেন। এভারগ্রীন ফ্যাক্টরির পক্ষ থেকে...