কুমিল্লায় নিখোঁজের একদিন পর জামশেদ আহমেদ ভূঁইয়া নামে সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস ভুইয়ার ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরতলীর পালপাড়া রেললাইনের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন। নিহত জামশেদ (৩৮) নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী ভূইয়া বাড়ির সাবেক কাউন্সিলর মৃত আব্দুল কুদ্দুস ভুইয়ার ছেলে। পুলিশ এবং স্থানীয়রা জানান, জামশেদ শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। পরে রোববার সকালে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। ওই রাত পৌনে ৮টার দিকে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেন। এ সময় পরিবারের লোকজন এবং পুলিশ গিয়ে তার লাশ শনাক্ত এবং উদ্ধার...