কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও টিকিট কেলেঙ্কারির ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। মামলায় নাম এসেছে টিকিট ইজারাদার ইব্রাহিম বাবু ও শাফায়াত হোসাইন মুন্নার। পাশাপাশি প্রায় এক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উশৃঙ্খল দর্শকদের তাণ্ডবে খেলা পণ্ড হয়ে যায়। জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় ও স্টেডিয়ামের গ্যালারিতে চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ অন্তত অর্ধশত মানুষ আহত হন।জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন। এতে নামীয় আসামি দুইজন এবং অজ্ঞাত আরও ৫০০-৭০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর থানা পুলিশ আরেকটি মামলা করেছে, যেখানে অজ্ঞাত আসামি...