সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন রিকি হ্যাটনের ৪৬ বছর বয়সে মৃত্যু হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ব্রিটেনের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন এই খবর জানিয়েছে। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের হাইডে অবস্থিত নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, এই মৃত্যুকে তারা সন্দেহজনক মনে করছেন না। খবর বার্তা সংস্থা এএফপির। আগ্রাসী লড়াইয়ের ধরন রিকি হ্যাটনকে তার প্রজন্মের অন্যতম জনপ্রিয় ব্রিটিশ বক্সার হিসেবে পরিচিতি এনে দিয়েছিল। তিনি লাইট-ওয়েল্টারওয়েট ও ওয়েল্টারওয়েট বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তার উল্লেখযোগ্য প্রতিপক্ষের মধ্যে ছিলেন কস্ত্যা জ়্যু, ফ্লয়েড মেওয়েদার ও ম্যানি প্যাকিয়াও। অবসর নেওয়ার পর তিনি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। দুঃখজনক হলো, গত জুলাইয়েই তিনি ঘোষণা দিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরে ফের বক্সিংয়ে ফিরবেন। রিকি হ্যাটনের মৃত্যুতে বক্সিং অঙ্গনে...