চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘অন্তরাত্মা’ আসছে ওটিটিতে। আইস্ক্রিনে দেখা যাবে সিনেমাটি। এই ওটিটি প্ল্যাটফর্মটি বলছে, চলতি মাসে চারটি সিনেমা নিয়ে মহোৎসব করতে যাচ্ছে তারা। সেগুলোর মধ্যে 'অন্তরাত্মা' ছাড়াও আছে 'নকশিকাঁথার জমিন', 'নয়া নোট', ও '৮৪০'। তবে 'অন্তরাত্মা' সিনেমাটি মুক্তির তারিখ এখনো ঘোষণা করেনি প্ল্যাটফর্মটি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক। এই সিনেমায় শাকিবের চরিত্রের নাম প্রথম; রূপকথার চরিত্রে অভিনয় করেছেন দর্শনা। সিনেমার চিত্রনাট্যে দেখা গেছে, প্রথমের ছেলেবেলাতেই তার মা-বাবা খুন হয় সন্ত্রাসীদের হাতে। বড় হয়ে প্রথম হয়ে ওঠে সন্ত্রাসীদের আতঙ্ক। কিছুরই অভাব না থাকলেও তার জীবন একার। এক সময়ে প্রথমের দেখা হয় রূপকথার। তার প্রেমে পড়ে সে। পরিবারের বাঁধা বিপত্তি কাটিয়ে রূপকথাকে বিয়ে...