রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ব্যাপক অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোগী ও স্বজনদের নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি মূল্য কারচুপির অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দুদক যশোর জেলা কার্যালয়ের একটি টিম হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়ে এসব অনিয়ম দেখতে পায়। দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমিন জানান, যশোর জেনারেল হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ খাবার নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে হঠাৎ এ অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতাও মিলেছে। তিনি বলেন, সকালের নাস্তায় ১০০ গ্রাম ওজনের পাউরুটি দেওয়ার কথা থাকলেও রোগীদের দেওয়া হচ্ছে ৮২ গ্রাম। ডিমের দাম অনুযায়ী সাইজ অনেক ছোট। দুপুরের খাবারে ৮০ গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ৬৫ গ্রাম। এছাড়া নিম্নমানের চাল, ডাল, লবণ ও তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। দুদকের...