প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম করেন, ‘বিএনপি আজ হোক কাল হোক পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে। যেসব জায়গায় ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে প্রত্যেক জায়গার ইসলামের বিরোধী সমস্ত শক্তি অবশ্যই হারবে।’ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ফয়জুল করীম বলেন, ‘কোনো একদিকে ঝুকে যাবেন না। কোনো এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের তারিখ ঘোষণা দিতে পারেন না।’ তিনি বলেন, ‘নির্বাচন যেদিন করেন আপত্তি নাই। কিন্তু প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার ব্যতীত যদি নির্বাচন দেন তাহলে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে...