পজেশন থেকে শুরু করে গোলের প্রচেষ্টা, সব ক্ষেত্রেই একচেটিয়া আধিপত্য করল লিভারপুল। তারপরও, ৯০ মিনিটে পেল না তারা জালের দেখা। প্রথম পয়েন্ট হারানোর শঙ্কাও তখন হয়তো পেয়ে বসেছিল ‘অল রেড’ সমর্থকদের মনে। তবে, শেষ মুহূর্তে সবকিছু বদলে দিলেন মোহামেদ সালাহ। তার সফল স্পট কিকে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্না স্লটের দল। বার্নলির টার্ফ মুরে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে লিভারপুল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোলটি করেন সালাহ। পুরো ম্যাচে ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নেয় লিভারপুল, এর মধ্যে কেবল চারটিই লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে বার্নলি তিনটি মাত্র শট নিতে পারে, যার কোনোটিই ছিল না লক্ষ্যে। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে...