নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জেন-জি আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করেছেন। নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ এবং আহতদের বিনা খরচে চিকিৎসার ঘোষণা দিয়েছেন তিনি। রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেওয়ার পর এ ঘোষণা দেন কার্কি। তবে বিভাজন ও দাবিদাওয়ার কারণে মন্ত্রিসভা সম্প্রসারণ স্থগিত হয়ে গেছে। জেন-জি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সুশীলা কার্কি বলেছেন, নিহতদের মরদেহ নিজ নিজ স্থানীয় এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মন্ত্রিসভা গঠনের নির্দিষ্ট সময় এখনও বলা যাচ্ছে না। এক-দুই দিনের মধ্যে মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি চলছে। জেন-জির কিছু সদস্য জানিয়েছেন, রবিবারই কয়েকজন মন্ত্রী শপথ নেবেন বলে আশা ছিল। কিন্তু দিনের শেষে শপথ অনুষ্ঠান হয়নি। প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য কর্মকর্তা অর্চনা খাদকা অধিকারী বলেছেন, যদি শপথ হতো,...