আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, স্থানীয়রা ওই দম্পতির কক্ষ দিনভর বন্ধ দেখে জানালা দিয়ে ভিতরে উকি দিয়ে দেখতে পায় খাটের উপরে অচেতন অবস্থায় স্ত্রী সোনিয়া আক্তার ও ৬ বছরের শিশু কন্যা জমিলা পড়ে আছে এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী রুবেল মিয়া। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। খাটের উপরে পড়ে থাকা স্ত্রী ও কন্যার মুখে ফেনা দেখা যাওয়ায় স্থানীয়দের ধারণা বিষজাতীয় কিছু খাইয়ে স্ত্রী-কন্যাকে হত্যার পর স্বামী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওসি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর...