শরীয়তপুরের জাজিরায় রমজান মোল্লা নামের এক অটোরিকশাচালকের চোখ উপড়ে তা আগুনে পুড়িয়ে দেওয়া ও কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি সুমন শিকদারকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (১৪ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুর বল্লালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন শিকদার শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ থানা এলাকার আলিমুদ্দিন শিকদারের ছেলে।আরো পড়ুন:পিরোজপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তারসিলেটে পাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা সাহাব গ্রেপ্তার সিলেটে পাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা সাহাব গ্রেপ্তার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রমজান মোল্লাকে ফোন করে বাড়িতে ডেকে নেন সুমন শিকদার। পরে পরিকল্পিতভাবে সহযোগীদের সঙ্গে নিয়ে তাকে আটকে নির্যাতন চালানো হয়। এ সময় রমজানের দুই চোখ উপড়ে তা আগুনে পুড়িয়ে দেওয়া...