নীতিমালা সংক্রান্ত দাবি না মানলে দেশীয় টেলিকম কোম্পানিগুলো আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। দেশের টেলিকম খাত বিদেশিদের হাতে তুলে দিয়ে ডিজিটাল সার্বভৌমত্ব বিপন্ন করতেই তাড়াহুড়া করে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে অভিযোগ করেন আইওএফের চিফ অপারেটিং অফিসার মুশফিক মঞ্জুর। রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজধানীর রাওয়া কমপ্লেক্সে ‘নতুন টেলিকম পলিসি: দেশি উদ্যোক্তাদের অস্তিত্বের প্রশ্ন’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ। এতে দেশের টেলিকম খাতে সেবা দেওয়া চারটি অ্যাসোসিয়েশনের নেতারা নতুন নীতিমালা নিয়ে তাদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। তারা জানান, নীতিমালা প্রণয়নে দেশীয় কোম্পানিগুলোর কোনো মতামত আমলে নেয়নি সরকার। বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় তাড়াহুড়ো করে নতুন এই পলিসি চূড়ান্ত করা হয়েছে বলেও অভিযোগ...