ইসরায়েলের হামলার ঘটনায় কাতারের প্রতি সংহতি জানাতে একত্রিত হচ্ছে আরব ও ইসলামিক বিশ্ব। সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় বসছে শীর্ষ সম্মেলন, যেখানে অংশ নেবে আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলো। গত সপ্তাহে দোহায় ফিলিস্তিনি আন্দোলন হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার পর এই জরুরি সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। হামাসের দাবি, ওই হামলায় সংগঠনের পাঁচজন সদস্য নিহত হয়েছেন, তবে শীর্ষ নেতৃত্ব অক্ষত রয়েছে। হামলায় কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হন। রোববার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রস্তাবনার খসড়া নিয়ে আলোচনা শুরু হয়। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত বলেছেন, এই সম্মেলনের মূল বার্তা হলো কাতার একা নয়; আরব ও ইসলামিক দেশগুলো তার পাশে রয়েছে। ’ গত ৯ সেপ্টেম্বরের হামলার পর বিশ্বজুড়ে নিন্দা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন...