দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইয়ের শুরুটা হলো ভারতের। ভারতের পেস আক্রমণের সামনে পরাস্ত হয়ে প্রথম দুই ওভারেই দুই উইকেট হারায় পাকিস্তান। শুরুতেই দুই টপঅর্ডার ব্যাটারকের হারিয়ে বেশ খানিকটা চাপেই পড়ে যায় পাকিস্তান। তবে সময়ের সঙ্গে সঙ্গে শুরুর সেই ধাক্কা কাটিয়ে লড়াইয়ে ফিরেছে ম্যান ইন গ্রিনরা। পাওয়ার-প্লে শেষে ২ উইকেটে ৪২ রান তুলেছে পাকিস্তান। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম দুই ওভারেই হারায় দুই উইকেট। ইনিংসের প্রথম বলেই আশাহত করে ফিরে যান ওপেনার সাইম আইয়ুব। বুমরাহর বলে পান্ডিয়ার হাতে ধরা পড়েন তিনি। তিন নম্বরে মোহাম্মদ হারিসও ফিরেছেন হতাশ করে। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই হার্দিক পান্ডিয়ার শিকারে পরিণত হন তিনি। এর আগে তার ব্যাট থেকে আসে ৫ বলে ৩ রান। এশিয়ায় সবচেয়ে বড় ক্রিকেট মহারণ হয়...