সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে রাজধানীসহ সারা দেশে। আগামী কয়েক দিন হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় আরও ৫ দিন বৃষ্টি থাকতে পারে। এদিকে উজানে ভারী বৃষ্টির কারণে রংপুর, সিলেট ও চট্টগ্রামের বেশ কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। রোববার সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকায় কখনো গুমোট, কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কোথাও থেমে থেমে ভারী বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘এই ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার পূর্বাভাস দেওয়া হয়েছে। আমরা যে তিন দিনের ভারী বৃষ্টির...