রেফারির সাথে রিয়াল মাদ্রিদের দ্বন্দ্ব যেন লেগেই আছে। কোপা দেল রে’র ফাইনাল থেকে শুরু করে গত মৌসুমে বেশ কয়েকবার রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্প্যানিশ জায়ান্টরা। এবার জানাল, একটি প্রতিবেদন তৈরি করবে তারা, যেখানে লা লিগার রেফারির বিরুদ্ধে অভিযোগ থাকবে, এবং ফিফার বরাবর সেটি পাঠাবে তারা। শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোল জয় পায় রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে মাদ্রিদের ডিন হুইসেন একটি লাল কার্ড দেখেন। সেটি নিয়েই আপত্তি লস ব্লাঙ্কোসদের। রিয়াল কোচ জাবি আলোনসোর দাবি, সেটি হলুদ কার্ড হতে পারত। লস ব্লাঙ্কোস ডিফেন্ডার হুইসেন ম্যাচের ৩২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সোসিয়েদাদের মিকেল ওয়ার্জেবাল যখন আক্রমণে যান তখন পেছন থেকে তার কাঁধ ধরে টান দেন হুইসেন। হুইসেনের টানে মাটিতে পড়ে যান তিনি। রেফারি সরাসরি হুইসেনকে লাল কার্ড দেখান। সঙ্গে সঙ্গে...