কুড়িগ্রামের উলিপুরে আশ্রয়ণ প্রকল্পের দশটি ঘর ভেঙে জায়গা দখলে নেয়ার পায়তারা করছে একটি প্রভাবশালী পরিবার। ২৯ শতক জমির উপর নির্মাণাধীণ ঘর গুলোর ইতিমধ্যে ভিতরের জানালা, দরজা, দেয়াল ও বাথরুমের প্যানসহ সবকিছু ভেঙে নেয়ার অভিযোগ উঠেছে ঐ প্রভাবশালী প্রতিবেশী আনসার আলী পরিবারের বিরুদ্ধে। রীতিমত ঘরগুলোর চারিদিকের উঠানে ধান চাষ করেছে। ঘরগুলো ভেঙে দখলে নেয়ার জন্য অতি সম্প্রতি একটি ঘরের বারান্দার তিনটি পিলার ভেঙে ফেলে চিহ্নিত ওই পরিবারের লোকজন। পরে স্থানীয়দের তোপের মুখে পিলার তিনটি পুনরায় খাড়া করে বারান্দাটি কোনরকমে আটকিয়ে রাখা হয়েছে। বাতাসে যে কোন মুহূর্তে ভেঙে পড়বে ওই বারান্দা। অনুসন্ধানে জানা গেছে, প্রায় তিন বছর হলো উপজেলার দলদলিয়া ইউনিয়নের স্লুইসগেইট বাজার এলাকার গনকপাড়ায় খাস জমির উপর নির্মাণ করা হয়েছে দশটি পরিবারের থাকার জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর। প্রকল্পের ঘর নির্মাণ করে...