এশিয়া কাপ ২০২৫-এর ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই জমে উঠল বিতর্ক। টসে গিয়ে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে প্রচলিত রীতি অনুযায়ী হাত মেলাতে অস্বীকার করেন। আর এই মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়।রাজনৈতিক টানাপোড়েন, সীমান্ত উত্তেজনা আর সম্প্রতি পেহেলগাম হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে এমনিতেই ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন ভারতের সাধারণ মানুষ। এমন প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে বছরের প্রথম ম্যাচে সূর্যকুমারের এ পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে।টসের সময় রবি শাস্ত্রী দুই অধিনায়ককে পরিচয় করিয়ে দিলেও সূর্যকুমার হাত বাড়াননি। পাকিস্তান অধিনায়ক আগাও কোনো উদ্যোগ নেননি; বরং সরাসরি টিম লিস্ট আম্পায়ারের হাতে দিয়ে চলে যান। এমনকি দুজনের মধ্যে চোখাচোখিও হয়নি।এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ম্যাচের সকালেই সতীর্থদের জানিয়ে দেন সূর্যকুমার যে তিনি...