এশিয়া কাপের চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে আবারও প্রথমেই চাপে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-র ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল সালমান আলি আগার দল। কিন্তু ভারতীয় বোলারদের ধারালো আক্রমণে মাত্র ১২.৫ ওভারে ৬৪ রানে অর্ধেকের বেশি ব্যাটসম্যান ফেরত গেছেন ড্রেসিংরুমে।শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়ার বলে জাসপ্রীত বুমরাহর হাতে ধরা পড়ে শূন্য রানে ফেরেন সাইম আইয়ুব। খুব বেশি সময় নেননি তিনে নামা মোহাম্মদ হারিসও; বুমরাহর শিকার হয়ে তিনি ফিরলেন মাত্র ৩ রান করে।এরপর সামলে নেওয়ার দায়িত্বে ছিলেন ফখর জামান। কিন্তু কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১৭ রান করেই আউট হন। অধিনায়ক সালমান আগাও ছন্দ খুঁজে পাননি—খরচ করেন ১২ বল, রান আসে মাত্র ৩!এমন অবস্থায় ভরসা হয়ে টিকে আছেন সাহিবজাদা ফারহান। ৩৬ বলে ৩২...