ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও করা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের কয়েকজন কর্মী ক্ষমা চেয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে সার্বিক ঘটনার ব্যাখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন তারা।এর আগে ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে সময় বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না’ অংশটি নিয়ে ব্যঙ্গ করে বানানো একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রশিবিরের আট কর্মী ওই ভিডিওটি তৈরি করেছেন। বিষয়টি নিয়ে সৃষ্টি হয় ব্যাপক সমালোচনা।জানা যায়, গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে নাহিদুর রহমান নামে এক শিক্ষার্থীর ফেসবুক আইডি থেকে ২৬ সেকেন্ডের একটি ভিডিওটি পোস্ট করা হয়। এতে নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে ‘তুমিও জানো, আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি’ স্লোগান দিতে দেখা যায়।...