১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম প্রশ্ন : কিডনিতে পাথর অপারেশনজনিত কারণে আমি ২৩ দিন নামাজ আদায় করতে পারিনি। প্রসাবের রাস্তায় ক্যাথেটার লাগানো ছিলো। সেই অবস্থায় তায়াম্মুম করে শুয়ে নামাজ পড়া কি আমার জন্য উচিৎ ছিলো ? আমি অবিবাহিত এবং অসুস্থতার কারণে এখন হিন্দু কলিগের রুমে অবস্থান করছি। তার বাসায় রান্না করার মহিলা আছে সেজন্যে। কিন্তু তার রুমে ছোট ছোট মূর্তি এবং দেয়ালে বাচ্চার ছবি আছে। বাথরুমের দরজার সামনের জায়গায় ছবি নাই। আমি যদি সেখানে চেয়ারে বসে নামাজ আদায় করতে চাই, তাহলে কি নামাজ কবুল হবে? এই ২৩ দিনের কাযা নামাজ কি একসাথে আদায় করতে হবে নাকি প্রতি ওয়াক্তের নামাজ আদায় করার পর ওই ওয়াক্তের কাযা নামায আদায় করে নেব? উত্তর : নামাজ শুদ্ধ...