জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান পদের মেয়াদ গত ২ সেপ্টেম্বর শেষ হয়েছে। এরপর ১১ দিন পার হলেও নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগের দুই অধ্যাপকের মধ্যে কে চেয়ারম্যান হবেন তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় দেরি হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে চেয়ারম্যান নিয়োগ না দেওয়ায় বিভাগের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। চেয়ারম্যান নিয়োগের বিষয়ে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগের সব শিক্ষককে নিয়ে এক সভা করে। ওই সভায় শিক্ষকদের সম্মতিক্রমে অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তবে রোববার (১৪ সেপ্টেম্বর) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন অধ্যাপক ড. পরিমল বালাকে উদ্দেশ্য করে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার পর ড. পরিমল...