রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বিষয়টি বদলির নিশ্চিত করেছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ শাখার যুগ্ম-সচিব আবুল হায়াত মো. রফিক সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়েছে। তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তিনি ওইদিন অপরাহ্ন হতে তাৎক্ষণিক অবমুক্ত হবেন। এদিকে গোয়ালন্দের ইউএনও মো. নাহিদুর রহমানকে বদলি করা হলেও এখনও নতুন করে কাউকে দ্বায়িত্ব দেওয়া হয় নাই। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মো. নাহিদুর রহমান ইউএনও হিসাবে গোয়ালন্দ উপজেলায় যোগদান করেন । এরআগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক...