মালয়েশিয়ায় মানবপাচার এবং ১ হাজার ১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সাবেক সভাপতি এম শাহাদাত হোসাইনের (তসলিম) প্রতিষ্ঠান শাহীন ট্রাভেলসহ ১৩টি রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে ১৩টি নিয়মিত মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। এর আগে গত ১১ মার্চ ১২ এজেন্সির বিরুদ্ধে ১২টি মামলা দায়ের করেছিল দুদক। রিক্রুটিং এজেন্সিগুলো হচ্ছে- আকাশ ভ্রমণ, উইনার ওভারসিজ লিমিটেড, শাহীন ট্রাভেলস, নাভিরা লিমিটেড, আদিব এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইউনাইটেড ম্যানপাওয়ার কনসালটেন্স লিমিটেড, গ্রীনল্যান্ড ওভারসিজ, পিআর ওভারসিজ, জাহারত অ্যাসোসিয়েট লিমিটেড, অপূর্ব রিক্রুটিং এজেন্সি, মেসার্স জান্নাত ওভারসিজ, মিডওয়ে ওভারসিজ এবং সাউথ পয়েন্ট ওভারসিজ লিমিটেড। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকতারুল ইসলাম জানান, ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ...