আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে স্বৈরাচারী শাসন যাতে ফিরে না আসে সেজন্য প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে। এই সংস্কার কার্যক্রম স্বৈরশাসনের সব পথ রুদ্ধ করবে বলেও তিনি উল্লেখ করেন। বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে “জুলাই জাতীয়...