চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার এলাকা থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমকে বাঁশখালীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাকে রবিবার বিজ্ঞ আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, খোরশেদ আলম ২০২৪ সালের ৫ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে...