১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন আয়োজিত এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (১৪ সেপ্টেম্বর)বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়াম সংলগ্ন মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এ সময় তিনি বলেন - বাংলাদেশে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দিতে হবে। একই সাথে, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর নৃশংস হামলা ও গণহত্যার দৃশ্যমান বিচার নিশ্চিত করারও দাবিও জানান তিনি। দলটির কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফীর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ, কুমিল্লা-১১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিন শহীদ...