বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘আমরা আগামী দিনে যে একটা বিশ্বাসযোগ্য ইলেকশনের কথা বলছি, সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন হয়। এটাও বলেছি, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন হতে হবে।’রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।’আযাদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি, এটা স্বাক্ষরিত হবে। স্বাক্ষরিত হওয়ায় এটা রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃত হবে। যদি এটা আইনি প্রক্রিয়ায় না আসে, তাহলে স্টেট এভিডেন্স হিসেবে ডকুমেন্ট হিসেবে এটা স্বীকৃত পায় না। তাহলে আমরা যে আগামী দিনের বাংলাদেশ স্বপ্ন দেখছি, সুশাসন-ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহিতামূলক, জনকল্যাণমুখী একটি রাষ্ট্র...