রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই রিয়াজ বলেন, আমার বোন ও বোনের বর একটি প্যাকেজিং কারখানায় কাজ করেন। মা মারা যাওয়ার পর বাবা আরেকটি বিয়ে করলে সৎ মায়ের অত্যাচারে আমি বাসা থেকে বের হয়ে যাই। আমার বোনকেও বিভিন্ন সময়ে বাসা ছেড়ে যেতে বলা হতো। পারিবারিক দ্বন্দ্বে অভিমানে নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আমার বোন ফাঁস দেয়। জান্নাতি ডেমরা কোনাপাড়ার আইডিয়াল রোড পশ্চিমপাড়া এলাকার মোহাম্মদ কুদ্দুসের...