রাশেদ সংবাদ কর্মীদের জানিয়েছেন, তিনি লটারিতে বিজয়ী হওয়ার খবরে আনন্দে আত্মহারা। যদিও প্রাপ্ত অর্থ কী কাজে লাগাবেন সে সিদ্ধান্ত নেননি। তবে অবশ্যই এ অর্থ দিয়ে প্রথমে ব্যক্তিগত ঋণ শোধ করব।বিগ টিকিট’ লটারি র্যাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়। লটারিতে মিলিয়ন দিরহামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন ল্যান্ড রোভারস, বিএমডব্লিউ এবং করভেটস জেতার সুযোগ থাকে। প্রতি মাসে লটারির মেগা ড্র অনুষ্ঠিত হয়। এছাড়া ই-ড্রসহ বিভিন্ন পুরস্কার অনলাইন কিংবা আবুধাবির নির্ধারিত কিছু স্থান থেকে টিকিট সংগ্রহ করা যায়। বিগ টিকিট’ লটারি র্যাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়।...